শিরোনাম

South east bank ad

মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

 প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোনা):

নেত্রকোনার দুর্গাপুরে সংরক্ষিত মহিলা কাউন্সিলর মানসুরা বেগমের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ঐ কাউন্সিলর। আজ (২৪ জানুয়ারি) সোমবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ১ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মানসুরা বেগম। এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল,যুবলীগ নেতা বাবুল মিয়া ও মহিলা কাউন্সিলরের স্বামী মোঃ নয়ন মিয়া।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি এই মর্মে লিখিত অভিযোগ করছি যে, ২৮১/৬৮-৬৯নং ভিপি মোকদ্দমা ভুক্ত সম্পত্তি আমার নানা মৃত বশির মৃধা লিজ গ্রহনের পর ৭-৮ বছর ভোগ করেছেন।

তিনি মারা যাওয়ার পর উনার বাড়ির বেতনভুক্ত কর্মচারী একই গ্রামের মৃত আমছর আলীর পুত্র আহাম্মদ আলী ঐ সম্পত্তির মিথ্যা ওয়ারিশান দাবী করে, বশির মীধার আর কোনো সন্তানাদি বা ওয়ারিশান নাই এমন তথ্য গোপন করে ভূমি অফিস থেকে নিজনামে লিজ গ্রহন করে নেন। পরবর্তীতে ঐ জমি ভোগ দখলের পর আহমদ আলী গোপনে স্থানীয় মানিক মিয়া(৪৭) ও নাহার জুয়েলার্স এর সত্বাধীকারী মোঃ দুলাল পোদ্দার(৫৫) এর কাছে কৌশলে বিক্রি বা হস্তান্তর করার পায়তারা করিতেছে।

ওরা প্লাট আকারে বিভিন্ন জনের কাছে প্রতি শতাংশ ১লক্ষ টাকা হারে বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নেয়। এখন ঐ জায়গায় মাটি ভরাট করতে থাকলে বিষয়টি স্থানীয় কাউন্সিলর ও জমির উত্তরাধীকার সূত্রে ওয়ারীশন প্রাপ্ত মানসুরা বেগম মাটি ভরাট করতে দেখলে তৎক্ষনাত উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মহোদয়কে মৌখিকভাবে অবহিত করা হয়।

পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে মাটি ভরাট কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ প্রদান করেন। ঐ বিরোধের জের ধরেই মানিক মিয়া ও দুলাল মিয়া লিজ গ্রহিতা আহম্মদ আলীকে লেলিয়ে দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবরে একটি চাঁদাবাজির মিথ্যা অভিযোগ দাখিল করে। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে সামজিক ভাবে হেয় প্রতিপন্ন করার অপপ্রচার চালিয়ে আসছে ঐ মহলটি, এছাড়া আমি ও আমার স্বামীর বিরুদ্ধে চাদা দাবীর বিষয়ে প্রকাশিত অসত্য সংবাদ প্রকাশ হওয়ায় আমি এর প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাই।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: