শিরোনাম

South east bank ad

এক দিনে করোনায় আক্রান্ত দু’শতাধিক, পাঁচ মাসে এটিই সর্বোচ্চ রেকর্ড

 প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো. নজরুল ইসলাম, ( ময়মনসসিংহ):

করোনাভাইরাসের হটসপট এখনও ময়মনসিংহ। জেলায় প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ, বাড়ছে হাসপাতালে রোগীর সংখ্যাও।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। গত পাঁচ মাসের মধ্যে এটিই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

আজ সোমবার (২৪ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে নতুন করে ১৭ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ৩৫ জন।

এছাড়াও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন পাঁচজন। অন্যদিকে ২৪ ঘণ্টায় ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

করোনাভাইরাসের হটসপট এখনও ময়মনসিংহ। কিছুদিন কম থাকলেও ইদানিং আবারো আক্রান্ত, মৃত্যু, ঝুঁকি, আতংক এই বিভাগে সবই বাড়ছে।

সরকার বাইরে সকলকে মাস্ক পড়া বাধ্যতামূলক করলেও অধিকাংশ মানুষই মাস্ক পড়ছে না। প্রশাসন ও পুলিশ কঠোরভাবে লকডাউন ও স্বাস্থ্যবিধি মানতে জনগণকে সচেতন করছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: