শিরোনাম

South east bank ad

বাগেরহাটে বাড়ছে করোনা সংক্রামন

 প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস এম সামছুর রহমান, (বাগেরহাট):

বাগেরহাট জেলায় বাড়ছে করোনা সংক্রামন। গত ২৪ ঘন্টায় বাগেরহাট জেলায় নুতন করে ৭৮ জনের নমুনা পরীক্ষায় ২৫ জন করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ০৫ ভাগ।

জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, জেলার মোল্লাহাটে ৬, চিতলমারী ৩ জন. ফকিরহাটে ৭ জন. মোংলায় ২ জন. কচুয়ায় ১ জন এবং বাগেরহাট সদর উপজেলায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এনিয়ে এপর্যন্ত জেলায় ৩০ হাজার ১৪১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ১৫০ জন। এসময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১৪৪ জনের। এসময় সুস্থ্য হয়েছে ৬ হাজার ৯৩৫ জন।

বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন বলেন, জেলার ৯টি উপজেলার মধ্যে ৬টি উপজেলায় ৭৮ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিধি উপেক্ষা করে যত্রতত্র ঘোরা ফেরা করার কারণে দ্রুত সংক্রমন বাড়ছে। এটাকে নিয়ন্ত্রনের জন্য জেলা প্রশাসনের সহযোগীতায় প্রচেষ্টা চালানো হচ্ছে। সংক্রমণ রোধের একটাই উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা ও দ্রুত টিকা গ্রহণ করা। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: