রংপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রংপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।
আজ (২৩ জানুয়ারি) রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর নব্বিগঞ্জ এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে নগরীর মাহিগঞ্জ থানার ওসি মাহাফুজার রহমান জানান, কুড়িগ্রাম থেকে রংপুরগামী মানিক পরিবহনের বাসটি সন্ধ্যা সোয়া সাতটার দিকে নব্দিগঞ্জ এলাকায় পৌছলে একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক অনিল চন্দ্র ও অপর এক যাত্রী নিহত হন।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো এক যাত্রী নিহত হয়। তবে পুলিশের এই কর্মকর্তা তাৎক্ষণিকভাবে নিহত দুইজনের নাম জানাতে পারেন নি।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী কামাল হোসেন জানান, বাসটি বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত ও তিনজন আহত হয়।
দুঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে হতাহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পর ঐ সড়কে প্রায় ত্রিশ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে।