জাতীয় টেলিভিশন বিতর্ক ঢাবিকে হারিয়ে জয়ী জবি
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বাংলাদেশ টেলিভিশন কর্তৃক আয়োজিত 'জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা-২০২২' এর প্রথম পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'মুক্তি ও গণতন্ত্র তোরণ' দলকে ৩-০ ব্যালটে হারিয়ে জয়লাভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি(জেএনইউডিএস) এর 'একাত্তরের গণহত্যা ভাষ্কর্য দল'।
"ইন্টানেটের অবাধ ব্যবহার শিক্ষার্থীদের বিপথগামী করছে"- এই বিষয়ের পক্ষে অবস্থান নিয়ে জয়লাভ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিতার্কিক দল। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস) এর দলনেতা দ্বীন ইসলাম। জয়ী দলটিতে বিতার্কিক হিসেবে অংশ নেয় শোয়াইব আকাশ ও অংকন বিশ্বাস, যারা তাদের যুক্তি তর্কের মাধ্যমে দলকে এগিয়ে নিয়ে যায়।
এ সময় বিতার্কিকদের সঙ্গে উপস্থিত ছিলেন
জেএনইউডিএস'র মডারেটর মেফতাহুল হাসান, সহকারী অধ্যাপক, আইন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
বিজয়ী দলের অন্যতম বিতার্কিক অংকন বিশ্বাস অনুভূতি ব্যক্ত করে বলেন, অনেক ভালো লাগছে। আগে থেকেই অনেক প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম, সেই অনুযায়ী ফল পেয়ে অনেক খুশি। অনেক প্রানবন্ত বির্তক হয়েছে। আমাদের বিপক্ষ দলও অনেক ভালো ছিলো।