শিরোনাম

South east bank ad

ফের বাড়ছে করোনা সংক্রমণ স্বাস্থ্য বিধি মানছে না কেউ

 প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান, (ঝালকাঠি):

তৃতীয় ধাপে করোনার ঢেউয়ে ঝালকাঠি জেলায় সংক্রমণ থামছেই না। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে জনসাধারন। তবুও স্বাস্থ্য বিধি সবখানেই থাকছে উপেক্ষিত। প্রাথমিক সুরক্ষায় মাস্ক ব্যবহারেও নেই কোন গুরুত্ব এবং তদারকি।

জেলা পুলিশের প্রচারণার অংশ হিসেবে “নো মাস্ক, নো সার্ভিস” অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠানসহ সবখানেই এ বাক্যটি সাঁটিয়ে দেয়া আছে। কিন্তু বাস্তবে এটি সুবিধা প্রদানকারী এবং সুবিধাভোগী কেউই মানছে না।

ঝালকাঠি সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, ঝালকাঠি জেলায় ২৩জানুয়ারি আক্রান্ত ১০জন, তার পূর্বর্দিন পর্যন্ত ৪৭০১ জন, মোট সংখ্যা ৪৭১১ জন। আইসোলেসনে আছে ১০জন, পূর্বদিন পর্যন্ত ৪২ জন, মোট সংখ্যা ৫২ জন।

আরোগ্যলাভকারী বর্তমান তারিখে না থাকলেও পূর্বদিন পর্যন্ত এবং মোট সংখ্যা ৪৫৮৬ জন। জেলায় মৃত্যুবরণকারী বর্তমান তারিখে না থাকলেও মোট ৭৩ জনের মৃত্যু হয়েছে। প্রাতিষ্ঠানিক না থাকলেও বাড়িতে কোয়ারেন্টাইন যাপন করেছে ১৩৭৩জনে।

উল্লেখ্য, এর আগে করোনা আক্রান্ত সন্দেহে নমুনা পরীক্ষায় ২২জানুয়ারী করোনা আক্রান্ত ছিলো ৪জন। ২১জানুয়ারী নমুনা রিপোর্টে পজিটিভ আসে ৯জন।

করোনা মোকাবেলায় প্রস্তুতি সম্পর্কে জানানো হয়েছে, জেলার ৪টি সরকারী হাসপাতালে ২৫০ বেডের ১০৫টি বেড প্রস্তুত রয়েছে। ৭৩জন চিকিৎসক ও ১৫১জন সেবিকা সেবা প্রদানে প্রস্তুত রয়েছেন । করোনা মহামারির শুরু থেকে ৯হাজার পিপিই প্রদান করা হয়েছে এবং বর্তমানে ৮শ পিপিই মজুদ রয়েছে।

৮হাজার ১শ মাস্ক প্রদান করা হয়েছে এবং বর্তমানে ৯শ ৫০ মাস্ক মজুদ রয়েছে। জরুরী ঔষধ বিতরণ করা হয়েছে ১৫০০জনকে এবং মজুদ রয়েছে ৭শ জনের জন্য। স্বাস্থ্য বিভাগের অধীনে করোনা আক্রান্ত পরিবারের জন্য কোন খাদ্য সহায়তা বরাদ্ধ নেই।

ঝালকাঠি-২৩/০১/২০২২

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: