সড়ক দূর্ঘটনায় ১জন নিহত
সুশান্ত কুমার সরকার, (পাবনা):
পাবনার সদর উপজেলার টেবুনিয়া বাজার নামক স্থানে ড্রাম ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে এক জন নিহত হয়েছে।
আজ (২৩ জানুফারি) রবিবার দুপুরে দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত আরজু খাঁ (২৮) সদর উপজেলা’র গাছপাড়া গ্রামের মোঃ মধু খাঁ’র ছেলে।
পাকশী হাইওয়ে ভারপ্রাপ্ত থানার ওসি আশীষ কুমার সান্যাল এ তথ্য নিশ্চিত করে জানান, পাবনা-ঈশ্বরদী মহাসড়কে টেবুনিয়া নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে, ঘটনা স্থলেই এক মটর সাইকেল চালক বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয় ।
এসময় ট্রাকটি আটক করা হলেও বাসের চালক কে আটক করা সম্ভাব হয়নি।