স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার ঘটনায় স্বামী আটক
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোর শহরের উত্তর চৌকিরপাড় এলাকায় স্ত্রী ও শিশু কন্যাকে হত্যা করেছে আব্দুস সাত্তার নামে এক কাপড় ব্যবসায়ী।
এ ঘটনায় আটক করা হয়েছে ঘাতক আব্দুস সাত্তারকে। এ সময় বিক্ষুদ্ধ এলাকাবাসী তার ফাঁসির দাবি জানায় এবং পুলিশের হাতে থাকা অবস্থাতেই আব্দুস সাত্তারকে মারপিট করে।
নাটোর থানার ওসি মুনসুর রহমান জানান, পারিবারিক কারণে পুরাতন কাপড় ব্যবসায়ী আব্দুস সাত্তার গত মধ্যরাতে স্ত্রী মাছুরা বেগমকে স্বাসরোধ করে হত্যা করে ঝুলিয়ে রাখে।
এ অবস্থাতেই আজ রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে আব্দুস সাত্তার তার শিশু কন্যা মাহমুদাকেও হত্যা করে ঝুলিয়ে রাখে। বিষয়টি প্রতিবেশীরা টের পেয়ে বাড়িটি ঘিরে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকেই আব্দুস সাত্তারকে আটক করে।
এ সময় সে তার স্ত্রী কন্যাকে হত্যার কথা স্বীকার করে। তবে পালিয়ে বেঁচে যায় বড় ছেলে। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ।