শিরোনাম

South east bank ad

রাস্তা পারাপারে সহায়তা করতে গিয়ে সিএনজি চালক নিহত

 প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাহিদুল ইসলাম খান, (ময়মনসিংহ):

ময়মনসিংহের ভালুকায় যাত্রীকে রাস্তা পারাপারে সহায়তা করতে গিয়ে অজ্ঞাত গাড়ী চাপায় শফিকুল ইসলাম (৫০) নামে এক সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভান্ডাব এসএনএস সিএনজি স্টেশন এর সামনে ঢাকা-ময়মনিসংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় সিএনজি চালক শফিকুল রাস্তার উপর ছিটকে পরলে পিছন দিক থেকে আসা অজ্ঞাত গাড়ী চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

নিহত শফিকুল ইসলাম গফরগাঁও উপজেলার পাকাটি এলাকার মৃত হালিম উদ্দিনের ছেলে।

পরে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও মটরসাইকেলটি উদ্ধার করে ফাড়িতে আনা হয়।

পরে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে নিহতের পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: