শিরোনাম

South east bank ad

অধ্যক্ষের উপস্থিতিতে ব্যানার কেড়ে নেওয়া হলে শিক্ষার্থীদের

 প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া):

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচিতে বাঁধা দেয়ার ঘটনা ঘটেছে।

আজ (২৩ জানুয়ারি) রবিবার বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে এ ঘটনা ঘটে।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ অধ্যক্ষের উপস্থিতিতে তাদের ব্যানার ছিনিয়ে নেয়া হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরাও তাদের কর্মসূচিতে বাঁধা প্রদান করে। এসময় উভয় পক্ষের মধ্যে বাকবিত-ার ঘটনা ঘটে। এমনকি এসব ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় এক পত্রিকার সংবাদকর্মীর সঙ্গেও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমানসহ সকল স্থগিত পরীক্ষা দ্রুত সম্পন্নের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে দাঁড়ান। এসময় কলেজ অধ্যক্ষ মানববন্ধন না করে আলোচনায় অংশগ্রহণের কথা জানান। তারপরেও কিছু শিক্ষার্থী তাদের কর্মসূচি চালিয়ে নেয়ার কথা বললে অধ্যক্ষের উপস্থিতিতে তাদের ব্যানার কেড়ে নেয়া হয়। এরপরেই সাধারণ শিক্ষার্থীরা ব্যানার ছিনিয়ে নেয়াসহ কর্মসূচিতে বাঁধা দেয়ার প্রতিবাদ জানান।

এসময় বক্তারা বলেন, ‘আমরা সাধারণ শিক্ষার্থী শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতে এসেছি। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিয়ে আসছিল। ইতিমধ্যে অনার্স শেষ বর্ষের ছয়টি পরীক্ষা শেষ হয়েছে। মাত্র তিনটি পরীক্ষা বাকি আছে। এরই মধ্যে চলমান পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।’

শিক্ষার্থীদের দাবি দেশে এখন সব ধরনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কার্যক্রম চলমান। শুধু পরীক্ষা স্থগিত কেন? শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কেন? তাদের স্বপ্ন দ্রুত পরীক্ষা শেষ করে কর্মস্থলে গিয়ে পরিবারের হাল ধরবেন।

তাদের বক্তব্যের পরপরই ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিত-ার সৃষ্টি হয়। এসময় সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় একটি পত্রিকার সংবাদকর্মীর সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা।

কর্মসূচিতে অংশ নেয়া সাধারণ শিক্ষার্থীদের পক্ষে নিয়তি সরকার নিতু বলেন, ‘আমরা সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মানববন্ধন করার জন্য এসেছিলাম। কিন্তু আমাদের অধ্যক্ষ স্যার মানববন্ধন করতে না দিয়ে কর্মসূচির ব্যানার কেড়ে নেন। এমনকি ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের কর্মসূচিতে বাঁধা প্রদান করে। সারাদেশে যদি সব কিছু চলতে পারে তাহলে আমরাও স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ নিতে চাই।’

উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে জানান, সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্ররোচনায় এবং অপশক্তি একাত্মতা প্রকাশ করেছিল। যখন সাধারণ শিক্ষার্থীরা দেখল তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে তখন তারা তাদের কর্মসূচি স্থগিত করে নেয়। বাংলাদেশ ছাত্রলীগ তাদের এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার ব্যাপারে জানানো হয়েছে।

এ বিষয়ে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী জানান, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। এর মধ্যেই কিছু শিক্ষার্থী পরীক্ষা নেয়ার দাবিতে ক্যাম্পাসে জড়ো হয়েছিল। পরে তাদের ডেকে নিয়ে আন্দোলন না করে স্মারকলিপি দেয়ার পরামর্শ দেয়া হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: