পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ
সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী):
পটুয়াখালীর মির্জাগঞ্জে দুঃস্থ্য অসহায় ও সুবিধা বঞ্চিত পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা।
আজ শনিবার (২২ জানুয়ারি) বেলা ১১ টায় সুবিদখালী সরকারি কলেজ অডিটোরিয়ামে পাঁচ শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেন তিনি। মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আজহার উদ্দিন আহমেদের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, সহ সভাপতি ইসলাম হোসেন মৃধাসহ আওয়ামীলী ও অংগ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা বলেন, বঙ্গবন্ধু যেভাবে স্বাধীনতা এনেছেন, তার কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা অটুট রাখার জন্য কাজ করছেন।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আজ মির্জাগঞ্জের পাঁচ শতাধিক দুঃস্থ্য অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।