শিরোনাম

South east bank ad

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে মেয়র টিটু’র উদ্যোগ নতুন প্রজন্মে ব্যাপক সাড়া

 প্রকাশ: ২২ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ নজরুল ইসলাম, (ময়মনসসিংহ):

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনার বিকাশ ও চর্চায় বিভিন্ন উদ্ভাবনী ও টেকসই নানা উদ্যোগ গ্রহণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এসব উদ্যোগ সচেতন নাগরিক মহল এবং নতুন প্রজন্মের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

২০২২ সালের গত (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলানয়তেন ৮০০ বর্গফুটের একটি কক্ষে মেয়র টিটু স্থাপন করেছেন বঙ্গবন্ধু গ্যালারি, যেখানে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন ছবি, বঙ্গবন্ধুর বাণী, বঙ্গবন্ধুর ভাষণ ও বিভিন্ন ঐতিহাসিক দলিল। নান্দনিকভাবে নির্মিত এ গ্যলারিতে প্রতিদিন কয়েকশ মানুষ পরিদর্শনে আসছেন। এ গ্যালরিকে সুন্দর, মনোমুগ্ধকর এবং ব্যতিক্রমী বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা।

২০২০ সালের বিজয় দিবসে মেয়র টিটুর উদ্যোগে শম্ভুগঞ্জে ব্রীজের পাশে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে থিম করে নির্মাণ করা হয় ‘বঙ্গবন্ধু চত্বর’। বঙ্গবন্ধুর জীবন ও মুক্তিযুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে এখানে থিমেটিকভাবে উপস্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম ও মৃত্যুবার্ষিকী এবং বিভিন্ন জাতীয় দিবসে এ স্থাপনাটি মানুষের শ্রদ্ধার্ঘ্য অর্পণের স্থানে পরিণত হয়েছে।

২০২১ সাল ছিল মুজিববর্ষ, স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণ। ২০২১ সালে বঙ্গবন্ধুকে নিয়ে নানা উদ্যোগ নিতে দেখা গেছে মেয়র টিটুকে। বিশেষতঃ এ বছর মার্চ মাসে টাউন হলে মাসব্যাপী বঙ্গবন্ধুর দুর্লভ আলোকচিত্রের প্রদর্শনী আয়োজন করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর জীবন ও কর্মকে ঘিরে টাউনহলে চলে মাসব্যাপী উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা। এছাড়া গত একবছরে কয়েক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে তিনটি সংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যার বিষয় ছিলো মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু।

বঙ্গবন্ধুর আত্মত্যাগ, সংগ্রাম এবং তাঁর জীবনাদর্শকে ছড়িয়ে দিতে এসব উদ্যোগকে অত্যন্ত কার্যকর বলে মন্তব্য করেন মুমিন্নুনেসা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহের। তিনি বলেন, বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও দর্শন সকল কালে এবং সকল পরিস্থিতিতেই প্রাসঙ্গিক। সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু এ জীবনাদর্শ এবং দর্শনকে ছড়িয়ে দিতে যেসব উদ্যোগ নিচ্ছেন তার মাধ্যমে ছাত্রছাত্রীরা বঙ্গবন্ধুকে জানার যেমন সুযোগ পাচ্ছে একই সাথে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে এই লব্ধ জ্ঞানকে শানিতও করতে পারছে।

টাউন হলে স্থাপিত বঙ্গবন্ধু গ্যালারি পরিদর্শণ করে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যায় কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম মুন জানান, মেয়র টিটু মহোদয় টাউন হলে স্থাপিত বঙ্গবন্ধু গ্যালারি দেখে আমরা মুগ্ধ। যেখানে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন ছবি, বঙ্গবন্ধুর বাণী, বঙ্গবন্ধুর ভাষণ ও বিভিন্ন ঐতিহাসিক দলিল। নতুন প্রজন্ম বই পড়া ছাড়াও বঙ্গবন্ধু গ্যালারি দেখে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সঠিক ধারণা নিতে পারবে।

মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশকে কল্পনা করা যায় না। আজ আমরা যেসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হতে দেখছি তার অধিকাংশের উদ্যোগ বঙ্গবন্ধু গ্রহণ করেছিলেন। আমাদের বর্তমান ভিত্তি বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর প্রতিষ্ঠিত। দেশের উন্নয়নে বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করার কোনো বিকল্প নেই। আমাদের অগ্রযাত্রা তখনই নিশ্চিত হবে, যখন আমরা বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ দেশপ্রেমিক তৈরি করে যেতে পারবো। বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের সকল উদ্যোগ এ লক্ষ্যকে কেন্দ্র করেই।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: