চবিতে সশরীরে পরীক্ষা, খোলা থাকছে আবাসিক হল
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
অনলাইন ক্লাসের পাশাপাশি সশরীরে চলমান পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। খোলা থাকবে সব আবাসিক হল।
গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতির কারণে সরকারিভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমও সশরীরে বন্ধ থাকবে। তবে সেশনজট নিরসনের জন্য অনলাইনে ক্লাস চলমান থাকবে। এছাড়া চলমান পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে। যাদের পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে, কিন্তু পরীক্ষা শুরু হয়নি তাদের ব্যাপারে সিদ্ধান্ত ৬ ফেব্রুয়ারির পরে হবে।
আবাসিক হলের বিষয়ে প্রক্টর বলেন, আমাদের শিক্ষার্থীরা যে যেখানে আছে স্বাস্থ্যবিধি মেনে সেখানেই অবস্থান করবে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ হচ্ছে না।
তিরি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম চলবে। তবে ৫০ শতাংশ কর্মচারী প্রতিদিন অফিস করবেন। বাকি ৫০ শতাংশ ছুটিতে থাকবেন। এভাবে পালাক্রমে চলবে। কারও জ্বর, সর্দি হলে তিনি ছুটিতে থাকবেন।
এর আগে করোনা সংক্রমণ রোধে গত মঙ্গলবার (১৮ জানুয়ারি) চবিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করে প্রশাসন।