মধুখালী হতে মাদকসহ আটক
জাকির হোসেন, (ফরিদপুর):
ফরিদপুর জেলার মধুখালী থানাধীন কুরানীয়ার চর গ্রামস্থ নওয়াপাড়া বাজারে জনৈক আশিকুর রহমান এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে একজন মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাব-৮, ফরিদপুর ক্যাম্প। আটককৃত মাদক ব্যাবসায়ি ফরিদপুর জেলার মধুখালী থানাধীন কুরানীয়ার চর গ্রামের মোঃ রাজু শেখ মোঃ আরমান শেখ(৩২)।
গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) বিকালে ডিএডি মোঃ আবুল বাশার এর নেতৃত্বে অত্র ক্যাম্পের একটি চৌকস দল টহল ডিউটি করাকালীন সময়ে উক্ত স্থান হতে উক্ত মাদক ব্যবসায়িকে করেছে বলে জানা যায়।
এ সময় তার হেফাজত হতে ১৯৮ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজের ব্যবহৃত ২টি সীমকার্ডসহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে ফরিদপুর জেলার মধুখালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে র্যাব-৮ জানায়।