শিরোনাম

South east bank ad

রোববার থেকে বগুড়ায় পুনাক শিল্প পণ্য মেলা বন্ধ

 প্রকাশ: ২১ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া):

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং সরকারের দেয়া বিধি-নিষেধের পরিপ্রেক্ষিতে বগুড়ায় পুনাক শিল্প পণ্য মেলা বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী রোববার (২৩ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও মেলা চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে মনিপুরী তাঁতী শিল্প ও জামদানি বেনারস কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন জানান, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পুনাক শিল্প পণ্য মেলার কার্যক্রম আগামী রোববার থেকে স্থগিত করা হয়েছে।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসলে আবারও এ মেলার কার্যক্রম শুরু করা হবে। বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী বলেন, করোনার সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় পুনাক শিল্প পণ্য মেলা বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তারা আগামী রোববার থেকে মেলার কার্যক্রম স্থগিত করে দিবেন। পরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সিদ্ধান্ত নিয়ে মেলা পুণরায় চলবে।

এর আগে গত ১ জানুয়ারি শহরের আলতাফুন্নেচ্ছা খেলার মাঠে শতাধিক স্টল নিয়ে মাসব্যাপী পুনাক শিল্প পন্য মেলা শুরু হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: