ঢাকা রেঞ্জ পুলিশের প্রশাসনিক সভায় অবসর জনিত বিদায়ীদের সংবর্ধনা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারী) ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর সভাপতিত্বে রেঞ্জ কার্যালয়ের সভা কক্ষে গত ডিসেম্বর-২১ মাসের প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়।
সভার প্রারম্ভে অবসর জনিত বিদায় উপলক্ষে ঢাকা রেঞ্জের গিজার আবুল কালাম, গিজার মোঃ গোলাম মোস্তফা এবং গিজার আব্দুল মজিদ-কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

পুলিশ বিভাগ হতে সদ্য অবসর গ্রহনকারীগণ বিদায়বেলায় দেয়া বক্তব্যে ঢাকা রেঞ্জের আয়োজনে উৎফুল্লতা প্রকাশ করেন এবং বক্তব্যের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) তাদের যেকোন প্রয়োজনে পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।
সভায় বিভিন্ন দক্ষতা ও সফল কর্মকান্ডের জন্য ঢাকা রেঞ্জের ফোর্স শাখার পুলিশ পরিদর্শক (নিঃ)/মোঃ নাঈমুল বাশার (আরওআই), এসআই (নিঃ)/আলী আকবর, এসআই(নি:)/মাসুদ আলম, এসআই(নি:)/আঃ রউফ মিয়া (ডিসিপ্লন শাখা), কনস্টবল/মনিরুজ্জামান খান, কনস্টবল/মনিরুজ্জামান, নায়েক/শাহ আলম, কনস্টবল/সানোয়ার, কনস্টবল/মহিদুল ইসলাম (হিসাব শাখা) দের পুরস্কৃত করা হয়।
সভায় ঢাকা রেঞ্জ কার্যালয়ের গত ডিসেম্বর মাসের প্রশাসনিক কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।