South east bank ad

সাংবাদিক বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি অভিযোগ

 প্রকাশ: ২০ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ জাহান রনি, (হবিগঞ্জ):

হবিগঞ্জের মাধবপুরে ফেইসবুকে লেখা এবং নির্বাচনী প্রতিযোগীতাকে কেন্দ্র করে দুই সাংবাদ কর্মীসহ ৫ জনের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়েরের অভিযোগ ওঠেছে। প্রকৃত ঘটনা আড়াল করে সাজানো মামলায় দুই সাংবাদ কর্মীকে আসামী করায় মাধবপুরে কর্মরত সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায় দৈনিক মানবজমিন পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি ইয়াছিন আল আমিন তন্ময়, স্থানীয় দৈনিক প্রভাকর এর প্রতিনিধি এম এম,গউছ, এখলাছুর রহমান ভূঁইয়া, রোমান ভূঁইয়া ও ইলিয়াস ভূঁইয়ার নাম উল্লেখ করে বিরুদ্ধে ১০লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে মাধবপুর থানায় গত (১৮ জানুয়ারি) মামলা নং ২৩ রুজু করা হয়।

মামলার বাদী উপজেলার জগদীশপুর গ্রামের জাকারিয়া চৌধুরী তার এজাহারে উল্লেখ করেন গত ৫ জানুয়ারী পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের পূর্বে তাহার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসামীরা। কিন্তু অসুস্থতার জন্য প্রায় দেড়মাস পর মামলা দায়েরের বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে আলোচনার।

স্থানীয় বাসিন্দা রনি দাস বলেন এটি একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা। মূলত দুই সাংবাদিক হয়রানি করতেই এ মামলা দায়ের। দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি আবুল হাসান ফায়েজ ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয় নির্বাচনে শত্রুতা সৃষ্টি হতে পারে, এর জের ধরে প্রকৃত ঘটনা না দেখিয়ে সাজানো মিথ্যা চাঁদাবাজির মামলা সংবাদ কর্মীদ্বয় কে আসামী করে হয়রানি করা অত্যন্ত কষ্ট দায়ক।

মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ বলেন, সাংবাদিক ইয়াছিন আল আমিন তন্ময় ও এম,এম গউছ দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে সাংবাদিকতা পেশায় কাজ করে যাচ্ছেন। সাংবাদিক দের বিরুদ্ধে এমন মিথ্যে মামলা আমাকে হতাশ করেছে। আমি আশাবাদী তারা ন্যায় বিচার পাবে।

সাংবাদিক ইয়াসিন তন্ময় জানান, আমাকে হয়রানির করার জন্য এমন হাস্যকর মিথ্যা মামলায় জরানো হয়েছে। আশাকরি আমি ন্যায়বিচার পাব। মাধবপুর থানার ওসি তদন্ত গোলাম কিবরিয়া হাসান এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই বিষয়ে মামলার তদন্তের পরে তারা নির্দোষ হলে অবশ্যই অব্যাহতি পাবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: