রেডজোন ঘোষণার দ্বিতীয় দিনে বগুড়ায় করোনা শনাক্ত হলো ১৩৭
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
করোনাভাইরাসের ঝুঁকিতে থাকা বগুড়া জেলাকে রেডজোন ঘোষণা করার দ্বিতীয় দিনে শনাক্ত হলো ১৩৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ৩১৪টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে।
আক্রান্তের হার ৪৩ দশমিক ৬৩ শতাংশ। এর আগেরদিন আক্রান্তের হার ছিল ৩৯ দশমিক ৪৯ শতাংশ। তবে
জেলায় নতুন করে কারও মৃত্যু ঘটেনি। এছাড়া একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০জন।
বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান ডেস্ক থেকে আজ (২০ জানুয়ারি) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এসব তথ্য জানানো হয়েছে।
জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) ও টিএমএসএস কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করে ১০০জনের করোনা শনাক্ত হয়েছেন। এছাড়া এন্টিজেন পরীক্ষায় ২৩ জন এবং জিন এক্সপার্ট মেশিনে ১৪ জন। এদের মধ্যে বগুড়া সদরের ১১২জন, শাজাহানপুর ১০, শেরপুর ৪, সোনাতলায় ৩, ধুনটে ৩, শিবগঞ্জে ২, গাবতলী ২ এবং বাকি একজন সারিয়াকান্দির বাসিন্দা।
জেলায় এ পর্যন্ত ১ লাখ ৩১ হাজার ৫৬১টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ২২ হাজার ২৭৬ জন এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ২২৪ জন এবং নতুন করে কেউ মারা না যাওয়ায় মোট মৃত্যু ৬৮৮ জনেই অপরিবর্তিত রয়েছে।
এছাড়া বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে জেলার করোনা বিশেষায়িত ৩টি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ৬৬জন। এরমধ্য শজিমেক হাসপাতালে ৩৭ জন, মোহাম্মাদ আলী হাসপাতালে ২১ জন এবং টিএমএসএস হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৮জন।