শিরোনাম

South east bank ad

বেনাপোল-শার্শায় মাস্ক না পরায় ৫ জনকে জরিমানা

 প্রকাশ: ২০ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ জামাল হোসেন, (যশোর):

যশোরের বেনাপোল-শার্শায় মাস্ক না পরায় ৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ওমিক্রন রোধ ও সরকারি বিধি-নিষেধ কার্যকর করতে উপজেলা প্রশাসন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আজ (২০ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার নাভারন বাজার ও বেনাপোল পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

এসময় করোনার ঝুঁকি সম্পর্কে সচেতন করে সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে মাস্কও বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা এই অভিযান চালান।

মাস্ক না পরায় ৫ জনকে ১ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়। এ সময় বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খানসহ বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা বলেন, ওমিক্রন রোধ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পরবর্তী সরকারি আদেশ না আসা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: