শিরোনাম

South east bank ad

এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছেন নিবার্হী অফিসার মুন মুন জাহান লিজা

 প্রকাশ: ২০ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর):

হরেক রকমের ফুল-ফলের সমারোহ অফিসের ছাদ জুড়ে। মনোমুগ্ধকর বাগানটিতে আছে দূর্লভ দেশি-বিদেশি গাছের সমারোহ।

অফিসের পরিত্যক্ত জায়গা জুড়ে নানান গাছের সমন্বয়ে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছেন জামালপুরের বকশীগঞ্জে উপজেলা নিবার্হী অফিসার মুন মুন জাহান লিজা।

নিজ পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর জন্য শহরের মানুষদের জন্যে ছাদের কোনো বিকল্প নেই। সৌখিন বাগানিরা বাড়ির ছাদে গড়ে তুলেছেন নানা ধরনের ফল, ফুল ও সবজি বাগান।

এসব ছাদ বাগানে বিভিন্ন জাতের মৌসুমী ফল, ফুল ও সবজি শোভা পাচ্ছে। নিবার্হী অফিসার মুন মুন জাহান লিজা বলেন, শৌখিন মানুষেরা সবুজকে ধরে রাখার নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় নিজ নিজ বাড়ির ছাদে তৈরি করছেন ছাদ বাগান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের কোথাও এক খন্ড জমি যেন পতিত পড়ে না থাকে।

এরই ধারাবাহিগতায় উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের ছাদে ফুল-ফল গাছের বাগান করা হয়েছে। তার এই বাগানটি সহযোগিতা করেছেন বকশীগঞ্জ উপজেলার চেয়ারম্যান আব্দুল রউফ তালুকদার উপজেলা কৃষি অফিসারসহ আরও অনেকেই।

এ সময় বকশীগঞ্জে উপজেলা নিবার্হী অফিসার মুন মুন জাহান লিজার সাথে উপস্থিত ছিলেন মাই টিভি ও বাংলাদেশের আলোর, বিডিফিন‍্যান্সিয়াল নিউজ জেলা প্রতিনিধি সাংবাদিক শামীম আলম ও বীর মুক্তিযোদ্ধা আফসার আলী।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: