পশুখাদ্যে ভেজাল রোধে ডিসিদের সতর্ক থাকার নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
পশুখাদ্যে কেউ যেন ভেজাল দিতে না পারে সেজন্য জেলা প্রশাসকদের (ডিসি) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলনে তৃতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে মৎস্য ও প্রাণিসম্পদ, নৌপরিবহন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন শ ম রেজাউল করিম।
প্রাণিসম্পদমন্ত্রী বলেন, জেলা প্রশাসকদেরকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনে দফতর সংস্থাগুলোর তদারকি সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছি। পাশাপাশি বাংলাদেশের প্রান্তিক সীমা থেকে শুরু করে রাজধানী পর্যন্ত আমাদের মাছ মাংস, দুধ, ডিম উৎপাদন, বিপণন প্রক্রিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যত কর্মকাণ্ড আছে, সেই সব কর্মকাণ্ডে তাদের দেখভাল করা ও তদারকি করার অনুরোধ করেছি।
তিনি বলেন, সরকারের বিভিন্ন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন এবং প্রকল্পে যেন অর্থের অপব্যবহার না হয় সেজন্য জেলা প্রশাসকদের অনুরোধ করেছি। পাশাপাশি কারেন্ট জাল বা অন্যান্য জাল দিয়ে মাছ ধরা অথবা পশুখাদ্যে ভেজাল রোধে এবং মৎস্য উৎপাদন ও পরিবহনের ক্ষেত্রে সরকারের পরিকল্পনাগুলো বাস্তবায়নে যেন প্রশাসন সহায়তা করে সে বিষয়গুলোর প্রতিও দৃষ্টি আকর্ষণ করেছি।
দেশে মাছ, মাংস, দুধ, ডিম উৎপাদনে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে স্থানীয় প্রশাসনের সব ধরনের সহযোগিতার জন্য আশাবাদ ব্যক্ত করেছি। যেসব মাছ প্রায় বিলিন, আমরা কৃত্রিম প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে সেই মাছগুলোকে ফিরিয়ে এনেছি।