শিরোনাম

South east bank ad

বিপিএলে চট্টগ্রামের অধিনায়ক মিরাজ

 প্রকাশ: ২০ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

স্কোয়াডে খুব বেশি তারকা ক্রিকেটার নেই। যারা আছেন, তাদের মধ্যেও অধিনায়কত্ব কে করতে পারেন-সেটা নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছিল না। ঘুরেফিরে শোনা যাচ্ছিল আকবর আলী ও মেহেদী হাসান মিরাজের নাম।

শেষ পর্যন্ত আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের অধিনায়ক হিসেবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মেহেদী হাসান মিরাজকেই বেছে নিয়েছে। গতকাল (১৯ জানুয়ারি) বুধবার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে এসে তার নাম জানানো হয়। এরপর মিরাজ জানিয়েছেন, নেতৃত্ব পেয়ে সম্মানিত তিনি।

মিরাজ বলেন, ‘আমি এ বছর প্রথম খেলছি চট্টগ্রামের হয়ে। তারা আমাকে যে সম্মানটা দিয়েছে, আমি চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। এ বছর যে দলটা করা হয়েছে, খুবই ভালো দল হয়েছে। আমি মনে করি যে তরুণদের নিয়ে করা হয়েছে। যারা ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তারা আমাদের প্রতি যে বিশ্বাসটা রেখেছেন, আমাদের সেটা ফিরিয়ে দেওয়া উচিত।’

একই সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটারদের সাহায্যও চেয়েছেন মিরাজ, ‘আমাদের বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে। তাদের কাছে আমি সাহায্য চাই। কারণ আপনাদের অনেক অভিজ্ঞতা আছে। যেহেতু আমি প্রথম চট্টগ্রামের অধিনায়কত্ব করছি। আপনারা সবাই সাহায্য করলে আমার কাজটা সহজ হয়ে যাবে।’

সমর্থকদের উদ্দেশ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক বলেন, ‘সমর্থকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সবসময় আমাদের সমর্থন দিয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি সামনের দিনগুলোতেও থাকবেন।’

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: