মাদকসহ র্যাবের হাতে গ্রেফতার-২
সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর):
আজ মঙ্গলবার (১৮ জানুয়ারী) দুপুরে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল জামালপুর জেলার সদর থানাধীন দড়িপাড়ার টাঙ্গাইল বাস স্ট্যান্ডের জমজম কার পার্কিং এর সামনে অভযিান চালিয়ে ১গ্রাম হেরোইনসহ দুই মাক কারবারীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ, পিতা-মৃত, সাং-, জামালপুর সদর উপজলোর চাপাতলা ঘাট এলাকার নাজিম উদ্দিনরে ছেলে শামীম (৩০) ও শেরপুর সদর উপজেলার কুলুরচর ব্যাপারীপাড়ার নুরু মিয়ার ছেলে মোঃ পারভেজ (২৫)। এসময় তাদরে কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ জামালপুর জেলার সদর থানাধীন বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ এবং নিজেরা মাদক সেবন করে আসছিল। ধৃত আসামীদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।