১ ভোটের ব্যবধানে নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক রিয়া নির্বাচিত
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নারী উন্নয়ন ফোরাম গঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১ টা হতে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
একটি পৌরসভা এবং ১৩টি ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচিত নারী জনপ্রতিনিধিরা এ ফোরাম গঠনে ভোট প্রদান করেন। ৪২জন ভোটারের মধ্যে ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রাপ্ত ফলাফলে ১ ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ভবানীপুর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড সদস্য উম্মে কুলছুম রিয়া। চশমা প্রতিকে তিনি ভোট পেয়েছেন ১৬ টি তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফাতেমা আক্তার (আনারস) পৌরসভা পেয়েছেন ১৫ ভোট।
নির্বাচনে দায়িত্ব পালন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, শরাফ উদ্দিন শর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নারসীন পারভীন।