শিরোনাম

South east bank ad

ভুল চিকিৎসায় এক সদ্য কলেজ শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে

 প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাব্বির হোসেন সাইফুল, (মানিকগঞ্):

মানিকগঞ্জের সদর উপজেলার ডা: যোসেফ মেমোরিয়াল হাসপাতালে ভুল চিকিৎসায় সাগর খান (২১)নামের এক সদ্য কলেজ শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে ডা: আরিফুর রহমানের বিরুদ্ধে।নিহতের বাড়ি জয়নগর গ্রামের মাঝিপাড়া এলাকার হারুন খানের বড় ছেলে।

নিহতের পিতা হারুন জানান,গত (১৫ ই জানুয়ারি) বিকালে পৌরসভার জয়নগরের ডা: যোসেফ মেমোরিয়াল হাসপাতালে অ্যাপিন্ডিক্সের অপারেশনের জন্য ভর্তি করি।

পরে সন্ধ্যার পরে সাজার্রি ডা: মো: আরিফুর রহমান অপারেশন থিয়েটারে অপারেশন শুরু করে।কিছু সময় পরে বলে যে আপনার ছেলের অক্সিজেন কমে যাচ্ছে আইসিইউ দরকার ঢাকার সাভারে নিতে হবে। পরে ডাক্তার সহ রোগীর স্বজনরা সভারের সুপার ক্লিনিকে নিয়ে আইসিউতে রাখে।রবিবার দিনগত তিনটার দিকে রোগী মারা যায়।

তিনি আরো জানান, অপারেশন থিয়েটারে আমার ছেলেকে অজ্ঞানের জন্য এনেজস্থেসিয়া দেওয়ার পর কাটতে গেলে ব্যাথা পায়। পরে আরো এনেজস্থেসিয়ার পর আমার ছেলের অবস্থা খারাপ হতে থাকে। অতিরিক্ত এনেজস্থেসিয়া ও চিকিৎসকের ভুল চিকিৎসায় আমার ছেলে মারা গেছে।সুষ্ঠতদন্ত করে আমার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী জানাই।

নিউ আয়েশা রহমান হাসপাতালের মালিক মিজানুর রহমান বলেন, ডাক্তার আরিফুর রহমান টাকা ছাড়া আর কিছু চেনে না। তার কাজ হল ক্লিনিক মালিকদের বিপদে ফেলা, আর রোগী কে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া তার শাস্তি হওয়া দরকার।
এবিষয়ে জানতে হাসপাতালে গেলে কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে এনেস্থিসিয়া চিকিৎসক মমিনের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

এবিষয়ে চিকিৎসক আরিফুর রহমান জানান,শরীরে অক্সিজেন কমে আসছিল।হার্টের সমস্যার কারনে তার মৃত্যু হয়তে পারে বলে ধারনা করছেন তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: