দুই মাদক কারবারিরকে যাবজ্জীবন কারাদন্ড
মোঃ আবু জুবায়ের উজ্জল, (টাঙ্গাইল):
টাঙ্গাইলে ভারতীয় ফেনসিডিল পাচারের দায়ে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদ পারভেজ এ রায় দেন। এবিষয় আদালত পরিদর্শন তানভীর আহমেদ নিশ্চিত করেছেন।
দন্ডিত ব্যক্তিরা হচ্ছেন, পটুয়াখালি জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ সিকদারের ছেলে মোঃ দুলাল (৪০) এবং একই উপজেলার দুমকি সাতানি গ্রামের মান্নান হাওলাদারের ছেলে রিপন (২৬)।
টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌশুলী মনিরুল ইসলাম খান জানান, ২০১৩ সালের ১ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল টাঙ্গাইল শহর বাইপাস সড়কের কান্দিলা এলাকায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশী করে। এসময় ওই মাইক্রোবাসের আরোহী দন্ডিত দুইজনের কাছ থেকে ৬০০ বোতল নিষিদ্ধ ভাতরীয় ফেনসিডিল উদ্ধার করে। মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক শাহীনুল কবির বাদি হয়ে দন্ডিত দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। মামলার নয়জন সাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষী শেষে আদালত রায় ঘোষনা করেন।
দন্ডিত মো. দুলাল জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন। রায় ঘোষনার পর অপর আসামী রিপনকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।