সোনাতলায় ইউপি নির্বাচনে স্বামী-স্ত্রীর ভোটযুদ্ধ
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার সোনাতলা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে নেমেছেন জাকির হোসেন বেলাল ও তার স্ত্রী রোকসানা বেগম। ভোটযুদ্ধে স্বামী জাকির হোসেন বেলাল আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার স্ত্রী রোখসানা বেগম চশমা প্রতক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্বামী জাকির হোসেন বেলালের আনারস মার্কার পোস্টার, ব্যানারে নির্বাচনী এলাকা ছেয়ে গেছে। এছাড়া মাইকিং করে ব্যাপক প্রচার-প্রচারণা চালালো হচ্ছে। কিন্তু এলাকায় এখন পর্যন্ত চশমা মার্কার কোনও প্রচার- প্রচারণা লক্ষ্য করা যায়নি। এমনকি পোস্টারও দেখা যায়নি।
এ বিষয়ে স্বামী সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বেলাল বলেন, ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার সবার আছে। জনগণের জনপ্রিয়তা এবং নির্বাচনে যে বিজয় হবে সেই চেয়ারম্যান। তিনি আরও বলেন, কিছু কিছু ভোট কেন্দ্রে আমার এজেন্ট থাকতে আশংঙ্কা মনে করছেন।
একসঙ্গে স্বামী-স্ত্রী প্রার্থী হয়ে জনগণের কাছে ভোট কিভাবে চাইবেন জানতে চাইলে তিনি বলেন, মূলত আমার জন্যই ভোট চাওয়া। আমার প্রতিদ্বন্দ্বী নৌকা মার্কার প্রার্থী নানা ধরনের এলাকায় গুজব ছড়াচ্ছে। আমি চিন্তা করেছি, যদি প্রতিপক্ষ কোনো হয়রানি ষড়যন্ত্র বা মিথ্যাভাবে মামলা করে আমাকে জেলে পাঠায় সেক্ষেত্রে আমার স্ত্রী যেন ভোট করতে পারে। এটা আমার কৌশল মনে করতে পারেন। তিনি বলেন, নির্বাচনে শেষ পর্যন্ত আমরা দুজনেই থাকবো।
অপরদিকে, চেয়ারম্যান প্রার্থী স্ত্রী রোকসানা বেগম বলেন, আমার স্বামীকে যেমন ইউনিয়ন বাসী ভালোবাসে, ঠিক তেমনি আমাকেও ভালোবাসে। তাই দুজনেই প্রার্থী হয়েছি। মানুষ ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে সেই চেয়ারম্যান হবে। পোস্টার না দেখতে পাওয়ার বিষয়ে তিনি বলেন, পোস্টার তৈরির জন্য অর্ডার দেওয়া আছে। সম্পন্ন হয়ে হাতে আসলে পোস্টার ঝুলালো হবে।
উল্লেখ্য, ষষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারি সোনাতলা উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল আলম বুলুসহ ৩ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সোনাতলা উপজেলা নির্বাচন অফিসার আশরাফ আলী জানান, তারা দুজনেই নির্বাচন করছেন। ভোটাররা বেছে নিবেন কাকে ভোট দিবেন।