হারে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
যুব বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হারলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। আগে ব্যাট করে মাত্র ৯৭ রানে গুটিয়ে যায় টাইগার যুবারা। জবাবে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংলিশরা।
গতকাল (১৬ জানু্য়ারি) রোববার ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হয়।
নিজেদের প্রথম ম্যাচে টস ভাগ্যে জয় পায় বাংলাদেশ। আগে ব্যাট করে বিপর্যয়ে পড়ে দলটি। ৯৭ রানের মধ্যে সর্বোচ্চ ৩৩ রান করেন রিপন মণ্ডল, দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান আসে এসএম মেহেরবের ব্যাট থেকে।
৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় ইংল্যান্ড।