নৌকার পোস্টার ছিঁড়লেন বিদ্রোহী প্রার্থী
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার সারিয়াকান্দিতে কাজলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান মোল্লার নৌকা প্রতীকের পোস্টার ছেঁড়ার অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাশেদ মোশারফ সরকার এই পোস্টার ছিড়েছেন বলে অভিযোগ করা হয়।
এ বিষয়ে গত (১৫ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থানার ওসি এবং সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগে জানা গেছে, গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় নৌকার মনোয়ন বঞ্চিত রাশেদ মোশাররফ সরকার নৌকা প্রতীক না পেয়ে হিংসার বশবর্তী হয়ে তার দলবল নিয়ে স্থানীয় পাকেরদহ বাজারে টাঙানো নৌকা মার্কার পোস্টার টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে।
এ বিষয়ে রাশেদ মোশারফের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টা মিথ্যা। আমি বা আমার লোকজন কেউ পোস্টার ছিঁড়েনি।
সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, পোস্টার ছিঁড়ার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।