আওয়ামী লীগ-বিএনপির দুই ভাই ভোট যুদ্ধে!
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই ভাই। বড় ভাই বর্তমান চেয়ারম্যান আলী তৈয়ব শামীম আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আর ছোট ভাই দিগদাইড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ তরুন স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। চেয়ারম্যান পদে একই ইউনিয়ন থেকে দুই ভাই প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বাচন করায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
৬ষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারি নির্বাচনে সোনাতলা উপজেলায় প্রথমবারের মতো ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটারদের ধারনা, ইভিএমএ ভোট হওয়ায় সুষ্ঠভাবে পছন্দেও প্রার্থীদের ভোট দেওয়ার সুযোগ হবে। তাই ভোটাররা এবার দলমত নির্বিশেষে তাদের পছন্দের প্রার্থীকে ইভিএমের মাধ্যমে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করতে চায়।
ভোটাররা জানান, প্রতীক নয় যোগ্য সৎ ও কর্মবীর মানুষকে এবার নির্বাচিত করতে চায় তারা।
আজ (১৬ জানুয়ারি) রবিবার সরজমিনে ওই উপজেলার দিগদাইড় ইউনিয়নের আওতায় বেশ কয়েকটি এলাকা ঘুরে জানা যায়, দিগদাইড় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলী তৈয়ব শামীম এবারও আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করবে। নির্বাচনকে কেন্দ্র করে তার সমর্থকদেরকে নিয়ে সে এলাকায় গণসংযোগ করছে। ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে যাচ্ছে।
এ বিষয়ে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আলী তৈয়ব শামীম বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে এলাকার সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। তিনি বলেন, বিগত ৫ বছরে চেয়ারম্যান পদে থাকা অবস্থায় এলাকার মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল-কলেজ, ব্রীজ কালভার্টসহ এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। দলমত নির্বিশেষে আমি এলাকার মানুষের উন্নয়নে কাজ করেছি। চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে আমার কাজের ধারা আরও বৃদ্ধি পাবে।
অপরদিকে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আলী তৈয়ব শামীমের ছোট ভাই ও দিগদাইড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ তরুন। সে এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আহমেদ তরুণ বলেন, আমি যদি ভোটের যোগ্য প্রার্থী হই তাহলে ভোটাররা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন।
তিনি বলেন, আমার বাবা দিগদাইড় ইউনিয়নের তিন বারের সফল চেয়ারম্যান। আমার বাবার স্বপ্ন পূরণে চেয়ারম্যান হতে চাই।
উল্লেখ্য, সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের দিগদাইড় গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম মোশারফ হোসেন বুলু মন্ডলের ছেলে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলী তৈয়ব শামীম ও স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আহমেদ তরুন। সাবেক চেয়ারম্যান মরহুম মোশারফ হোসেন বুলু মন্ডল দিগদাইড় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে ১৯৬৮ থেকে ১৯৭৪, ১৯৭৭ থেকে ১৯৮২ এবং ১৯৮২ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত তিন বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।