আলাউদ্দিন ফুডস এন্ড ক্যামিক্যাল থেকে পরিত্যক্ত যন্ত্রাংশ চুরির সময় আটক
মিম জামান, (সাতক্ষীরা):
দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক শহীদ স. ম আলাউদ্দিনের বিস্কুট ফ্যাক্টরী থেকে পরিত্যক্ত যন্ত্রাংশ চুরির সময় স্থানীয় জনতার হাতে নাইম শেখ (২২) নামের এক যুবক আটক হয়েছে।
সে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার টুপুরিয়া গ্রামের শাহাদাত শেখের ছেলে। বর্তমানে সাতক্ষীরা কাস্টম গোডাউন মোড়ে অস্থায়ীভাবে বসবাস করে বলে জানা যায়। আটকের পরে সে নিজেকে ভাংড়ি ব্যবসায়ী বলে পরিচয় দেয়।
স্থানীয় একজনের সাথে ০১৯৩৩৭৫৭৫১৫ নম্বরে মোবাইল ফোনে যোগাযোগ করে মাল ক্রয়ের জন্য আসে। কিন্তু তার নাম জানেনা না বলে জানায়।
গতকাল (১৫ জানুয়ারি) শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে স্থানীয় শিক্ষক উজ্জ্বল সরকার সাতক্ষীরা খুলনা সড়কের উপর থেকে ফ্যাক্টরীর ভিতরে দু-জন লোক দেখতে পান। তার উপস্থিতি টের পেয়ে স্থানীয় একজন দৌড়ে পালায়।
সে সময় নাঈম নামের এই ব্যক্তিকে স্থানীয়দের সহায়তায় আটক করে পাটকেলঘাটা থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পাটকেলঘাটা থানার এসআই নারায়ন চন্দ্র ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানা হেফাজতে নেয় বলে জানা গেছে।