দুর্গাপুরে গার্ল গাইডসের উদ্যোগে কম্বল বিতরণ
এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোনা):
নেত্রকোনার দুর্গাপুরে গার্ল গাইডস এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ (১৫ জানুয়ারি) শনিবার দুপুরে পৌর শহরের বিরিশিরি মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন এলাকার ৬৫জন হতদরিদ্র শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে গার্ল গাইউস এসোসিয়েশন অঞ্চলিক কমিশনার রওশন আরা খাঁনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা করেণ নেত্রকোনা সদর সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হাবিবা রহমান খানঁ এমপি, উপজেলা নির্বাহী অফিসার রাজিব উল আহসান, গার্ল গাইউস এসোসিয়েশন অতিরিক্ত হেলা কমিশনার নাসিমা আক্তার, ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইসার নাসির উদ্দিন, গার্ল গাইউস এসোসিয়েশন অঞ্চলিক কোষাধ্যক্ষ মালেকা পারভীন, গুজিরকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী রানী সাহা, বিরিশিরি মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরভী মান্দা প্রমূখ।
বি.দ্র. দুর্গাপুর পিক ১৫-০১ নামে ছবি দেওয়া হলো