ত্রিশালে মাস্ক পরিধান নিশ্চিতকরণে সাত মামলায় অর্থদণ্ড
ত্রিশাল প্রতিনিধি
প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস সংক্রমণের ৩য় ঢেউ মোকাবেলায় সরকার প্রজ্ঞাপন জারি করেছে। সে নির্দেশনার আলোকে আজ (১৫ জানুয়ারী) ত্রিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারগুলোতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।
উপজেলার রামপুর ইউনিয়নের গফাকুড়ি বাজার, বালিপাড়া রোড ও ত্রিশাল বাজারে মাস্ক পরিধান নিশ্চিতকরণের লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
এ সময় মাস্ক পরিধান না করায় ৭টি মামলায় ২৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় সাধারণ জনগণকে মাস্ক পরিধান করতে উদ্বুদ্ধ করা হয় এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। ত্রিশাল থানা পুলিশ এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করে।
জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।