South east bank ad

মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা করা প্রতিপক্ষের জন্য কঠিন

 প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

স্বাধীনতা কাপের ফাইনালে ওয়ালটন সেন্ট্রাল জোনের মুখোমুখি হতে যাচ্ছে বিসিবি সাউথ জোন। আজ (১৫ জানুয়ারি) শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। যদিও টুর্নামেন্টে বেশ ফুরফুরে মেজাজে আছে ওয়ালটন। কেননা বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনালেও সাউথ জোনকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। তবে এবার সাউথ জোনে যোগ দিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। আর তাতেই ওয়ালটনের চিন্তা বাড়িয়ে দিয়েছেন বাহাতি এই পেসার।

ফাইনাল ম্যাচের আগে গতাকল (১৪ জানুয়ারি) শুক্রবার মধ্যাঞ্চল অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, ‘মুস্তাফিজকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা করতে পারবেন না। সবাই জানে মুস্তাফিজ এক্সেপশনাল। ওর কাজ ও করবেই, আমাদের কাজ থাকবে প্রক্রিয়া মেনে সেরা ক্রিকেট খেলা।’

টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে ওয়ালটনের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। ব্যাটে বলে বেশ সাবলীল ছিলেন তিনি। ওই দুই ম্যাচে জিতে ফাইনাল নিশ্চিত হয় ওয়ালটনের। যদিও শেষ ম্যাচে মুস্তাফিজদের কাছেই হেরে যান তারা। তাইতো এই ম্যাচে মুস্তাফিজই তাদের বড় প্রতিপক্ষ হতে যাচ্ছে। তবে ফাইনালেও নেই সাকিব। এই অলরাউন্ডকে দলের জন্য ফ্যাক্ট বলছেন মোসাদ্দেক। তিনি বলেন, ‘সাকিব ভাই সবসময়ই একটা ফ্যাক্ট। শুধু ফ্যাক্ট না, সে যে দলে থাকবে সে দল অন্যান্য দলের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবে।’

দল ও নিজের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘আমি বা আমার দল কেউ চাপে নেই। আশা করছি ভালো একটা ম্যাচ হবে। নিজের পারফরম্যান্সে সন্তুষ্টির জায়গা পুরোপুরি নেই। খেলার সময় দলই বেশি প্রাধান্য পায়। নিজের জন্য খেলার চেয়ে দলের জন্য খেলা জরুরি। সেটা করতে পেরে খুশি। আলাদা কোনো চাপ না। আমরা গত ম্যাচ থেকে অনেক শিক্ষা নিয়েছি, যা পরবর্তী ম্যাচে কাজে লাগবে।’

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: