শিরোনাম

South east bank ad

মাঠে ফিরতে তর সইছে না মেসির

 প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

লিওনেল মেসি সবশেষ ম্যাচটা খেলেছিলেন সেই ২২ ডিসেম্বর। তারপর পেরিয়ে গেছে প্রায় ২২ দিন, কিন্তু মাঠে নামা হয়নি তার। হবে কী করে, করোনা যে বাধিয়ে বসেছেন তিনি! সে থেকে অবশ্য মুক্তও হয়ে গেছেন মেসি, এবার অপেক্ষা মাঠে ফেরার। সেজন্য অনুশীলনে ঘামও ঝরাচ্ছেন তিনি। সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে এ কথা জানান তিনি। জানান, মাঠে ফিরতে তর সইছে না তার।

করোনা থেকে মুক্ত হয়ে মেসির লড়াইটা এবার পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার। তবে তিনি আশা করেছেন মৌসুমের দ্বিতীয় ভাগে আরও বেশি গোলের দেখা পাওয়ার। সেটা হলে তার দল পিএসজিও লিগ পুনরুদ্ধারের মিশনে এগিয়ে যাবে বহুদূর।

কী বলেছেন মেসি?
সাত বারের ব্যালন ডি’অর বিজয়ী তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘শুভ অপরাহ্ন! আপনারা জানেন আমার কোভিড হয়েছিল। আর আপনারা আমাকে এত খুদেবার্তা পাঠিয়েছেন, সেজন্য আমি আপনাদের ধন্যবাদ জানাতে চেয়েছিলাম, এটাও বলতে চেয়েছিলাম যে, প্রত্যাশার চেয়ে বেশি সময় লেগেছে কোভিড থেকে সেরে উঠতে।’

তবে করোনামুক্ত হয়ে তিনি এখন মাঠে ফেরার খুব কাছেই আছেন। লিখেছেন, ‘আমি প্রায় সেরেই উঠেছি। আর এখন মাঠে ফেরার জন্য তর সইছে না আমার।’

মাঠে ফেরার আগে পূর্বশর্ত ফিটনেসের। সেজন্য কাজ করছেন তিনি। বললেন, ‘শতভাগ ফিট হতে শেষ কিছু দিনে আমি অনুশীলনে ঘাম ঝরাচ্ছি বেশ। আশা করছি, শিগগিরই আবার আমাদের দেখা হবে। ধন্যবাদ।’

কীভাবে করোনায় আক্রান্ত হয়েছিলেন মেসি?
ধারণা করা হচ্ছে, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন যখন আর্জেন্টিনায় ফিরে উৎসবমুখর পরিবেশে পা রেখেছিলেন। বিশেষ করে একটা ডিজে পার্টির দিকে আঙুল উঠছে এখন, যেখান থেকে ফিরে আরও অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন। সেই পার্টির ডিজে অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেছেন।

করোনায় আক্রান্ত হওয়ায় ফ্রান্সে ফেরার অপেক্ষাটা লম্বা হয় মেসির। এরপর ফ্রান্সে ফিরলেও ম্যাচে নামা হয়নি তার। তার জন্যেই অনুশীলনে কঠোর পরিশ্রম করছেন তিনি। তবে সে অপেক্ষা শেষ হবে শিগগিরই, জানাচ্ছে ফরাসি সংবাদ মাধ্যম।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: