আওয়ামী লীগের সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মিছিল
এস এম সামছুর রহমান, (বাগেরহাট):
বাগেরহাটে আওয়ামী লীগের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) বিকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধার প্রধার সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. হেমায়েত উদ্দিন ভূইয়া।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহম্মেদ, এ্যাডভোকেট আলী আকবার, যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, সরদার ফকরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, নকীব নজিবুল হক নজু, জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক তালুকদার আব্দুল বাকী প্রমুখ।
বক্তারা বলেন, যেকোন মূল্যে সরকার বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সব সময় মাঠে থাকবে আওয়ামী লীগ।
মিছিলে আওয়ামী ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।