বকশীগঞ্জে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
শামীম আলম, (জামালপুর):
জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা গতকাল (১৩ জানুয়ারি) বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের উদ্যোগে সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.প্রতাপ নন্দী, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আলমগীর আজাদ, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, বগারচর ইউপি সচিব শরিয়তুজ্জামান ,উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমুখ।