একমাত্র আইভীই পারবেন আধুনিক নারায়ণগঞ্জ গড়তে: আমিনুল ইসলাম
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বাংলাদেশ আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, একমাত্র আইভীই পারবেন আধুনিক ও নিরাপদ নারায়ণগঞ্জ গড়তে।
তিনি বলেন, বিগত ১৮ বছরে ধারাবাহিকভাবে নারায়ণগঞ্জবাসীকে সেবা দিয়ে তিনি তা সন্দেহাতীতভাবে প্রমাণ করেছেন। কোন অপপ্রচার দিয়েই মানুষকে বিভ্রান্ত করা যাবে না।
তিনি আজ বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ ৫ নং ওয়ার্ডে গণ সংযোগ শেষে ৫টি কেন্দ্র কমিটির সাথে এক মত বিনিময় সভায় এই কথা বলেন।
মতিউর রহমান ব্যাপারীর সভাপতিত্বে উক্ত সভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আহসান হাবিব, ঢাকা সিটি করপোরেশন কাউন্সিলর আনিসুর রহমান আনিস, আওয়ামীলীগের উপ কমিটির সদস্য জহির সিকদার, শাহাদাত নবী খোকা, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক আব্দুর রহমান জীবন, রমজান আলী, মতিন প্রধান, জামান প্রমুখ।
আনোয়ার হোসেন বলেন, নারায়ণগঞ্জে আইভীর বিকল্প আইভীই, সেটা ১৬ তারিখ আবার প্রমাণ হবে।