South east bank ad

বগুড়ায় ২১ মাস পর চালু হলো নারীদের প্রশিক্ষণ কেন্দ্র

 প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া):

দীর্ঘ প্রায় ২১ মাস বন্ধ থাকার পর অবশেষে চালু হলো বগুড়ায় সারিয়াকান্দির মা ফাতেমা (রাঃ) মহিলা প্রশিক্ষণ কেন্দ্র। বৃহস্পতিবার সকালে কেন্দ্রটি উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। করোনার কারণে প্রশিক্ষণ কেন্দ্রটি বন্ধ ঘোষণা করা হয়েছিল।

এদিকে নারীদের প্রশিক্ষণ কেন্দ্রটি চালু হওয়ায় এলাকার পিছিয়ে পড়া নারীরা আবারো আয়ের স্বপ্ন দেখছে। খোলার পর এবার প্রথম ব্যাচে মোটরসাইকেল মেকানিক্সে ১০ জন, কনজিউমার ইলেকট্রনিক্সে ২০ জন, ইলেক্ট্রিশিয়ানে ২০ জন নারী প্রশিক্ষণ গ্রহণ করবে। প্রশিক্ষণ শেষে তাদের চাকুরির ব্যবস্থা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভিন নাহারের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনূর বেগম, কেন্দ্রটির সিনিয়র ট্রেনিং কর্মকর্তা দেলোয়ার হোসেন, ইউসেফ বাংলাদেশের রাজশাহী বগুড়া জোনের রিজিওনাল ম্যানেজার শাহিনূর আহম্মেদ, দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ।

জানা যায়, গত ২০০০ সালের ১ জানুয়ারি সারিয়াকান্দিতে প্রতিষ্ঠিত হয় মা ফাতেমা মহিলা প্রশিক্ষণ কেন্দ্র। ২০০৬ সালে কেন্দ্রটি রাজস্ব খাতের অন্তর্ভুক্তি লাভ করে। গত ২০১৪ সালের ১১ জুলাই সাবেক সংসদ সদস্য প্রয়াত আব্দুল মান্নান গ্রামীণ অবহেলিত মহিলাদের জন্য সারিয়াকান্দি মা ফাতেমা (রা.) মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন। কেন্দ্রটিতে গ্রামীণ দরিদ্র, স্বামী পরিত্যাক্ত, বাল্যবিয়ের শিকার মহিলাদের বিভিন্ন দক্ষতামূলক প্রশিক্ষণ দিয়ে চাকুরির ব্যবস্থ করা হয়।

এরমধ্যে সিএনজিচালিত থ্রি হুইলার ড্রাইভিং এবং মোটর সাইকেল মেকানিক্স প্রশিক্ষণ কোর্স। প্রশিক্ষণ কেন্দ্রর ইলেক্ট্রিশিয়ান মাহফুজুর রহমান জানান, অনেক অসহায় নারীরা এখানে প্রশিক্ষণ গ্রহণ করে স্বনির্ভর হয়েছেন। এ পর্যন্ত কেন্দ্রটি হতে ১ হাজার ৫০০ জন নারী প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

গত ২০১৮-২০১৯ অর্থবছরে ২৭৯ জন নারী প্রশিক্ষণ গ্রহণ শেষে ২১০ জন নারী চাকুরি পেয়েছেন। তাদের মধ্যে মোটরসাইকেল সার্ভিস মেকানিক্সে ৯২ জন প্রশিক্ষণ শেষ করে চাকুরি পেয়েছেন ৮২ জন। কনজিউমার ইলেকট্রনিক্সে ৯৫ জন প্রশিক্ষণ শেষে চাকুরি পেয়েছেন ৬১ জন। ইলেক্ট্রিশিয়ান কোর্সে প্রশিক্ষণ গ্রহণ করেছেন ৯২ জন চাকুরি পেয়েছেন ৬৭ জন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: