ইউনানী আয়ুর্বেদিক বার্ষিক পরীক্ষা পরির্দশন করেন নির্বাহী অফিসার: মুনমুন জাহান লিজা
শামীম আলম, (জামালপুর):
জামালপুরের বকশীগঞ্জে হযরত খাজার বশীর ইউনানী আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ডিপ্লোমা মেডসিন আ্যান্ড সার্জারী চার বছর মেয়াদী কোর্সের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা কেন্দ্রে ৫০ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন। চারেদিক মনোরম পরিবেশে ও মাস্ক পরিধান করে সামাজিক দুরত্ব বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা, কেন্দ্র সচিব ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডক্টর খাজা নাসীরুল্লাহ,বকসীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছরোয়ার আলম, প্রভাষক ডাক্তার সীমা আক্তার, প্রভাষক ডাক্তার এসএম হাবিবুর রহমান চৌধুরী, ডাক্তার সফিউল্যাহ, ডাক্তার নাজমুস সাকিবসহ আরও অনেকেই।
আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা বলেন, আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের বার্ষিক পরীক্ষা সামাজিক দূরত্ব বজায় রেখে ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা চলছে।