শিরোনাম

South east bank ad

পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন

 প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোনা):

দুর্গাপুর পৌরসভার ২০২০-২১ অর্থবছরের উন্নয়ন কাজের ৯টি প্রকল্পের মধ্যে ৭নং প্রকল্পের মাধ্যমে প্রায় সারে ৩ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

কালীবাড়ি মোড় গোপালের পানদোকান সংলগ্ন থেকে ফলমহাল কালবার্ড পর্যন্ত ৫৫লক্ষ৩৭ হাজার টাকার আরসিসি ড্রেন নির্মান কাজের উদ্বোধন করেন(মেয়রের অনুমতিক্রমে)প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল।

আজ (১৩ জানুয়ারী) বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন কালে তার সঙ্গে ৪নং ওয়ার্ড কাউন্সিলর এস.এম কামরুল হাসান জনি,ঠিকাদার আবু সাইদ সরকার সাদেক,পৌর সচিব মোঃ তৌহিদুল ইসলাম,উপসহকারী প্রকৌশলী,অন্যান্য কাউন্সিলর ও অফিস স্টাফগন উপস্থিত ছিলেন।

মেয়র মোঃ আলা উদ্দিন আলাল জানান অন্যান্য অর্থাৎ প্রেসক্লাব মোড় থেকে তেরীবাজার পুনিয়াবাড়ী ঘাট পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেনের কাজ এর পর পরই শুরু হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: