নগরকান্দায় গৃহবধূর লাশ উদ্ধার
শফিকুল খান জনি, (ফরিদপুর):
ফরিদপুরের নগরকান্দায় বিষপানে রানু বেগম (২৭) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। রানু বেগম উপজেলার লস্করদিয়া ইউনিয়নের জুঙ্গুরদী গ্রামের হেমায়েত শেখের স্ত্রী।
স্থানীয়রা জানান, উপজেলার লস্করদিয়া ইউনিয়নের জুঙ্গুরদী গ্রামের হেমায়েত শেখের স্ত্রী, দুই সন্তানের জননী রানু বেগম (২৭) গতকাল (১২ জানুয়ারি) বুধবার সন্ধ্যায় ঘরে থাকা বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে রানু বেগম বিষপান করেছেন বলে জানা গেছে।
নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার দুপুরে লাশ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নগরকান্দা থানায় একটি ইউডি মামলা হয়েছে।