সরকারের পতন ঘটানোর ক্ষমতা বিএনপির নেই: পানিসম্পদ উপমন্ত্রী
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের এমপি এ কে এম এনামুল হক শামীম বলেছেন, আন্দোলন করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর ক্ষমতা বিএনপির নেই। যে দল নিজেদের নেত্রীকে কারাগার থেকে মুক্ত করার ক্ষমতা রাখে না, তারা কিভাবে সরকারের পতন ঘটাবে? আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।
বৃহস্পতিবার সকালে শরীয়তপুরের নড়িয়া শহীদ মিনার চত্বরে গৃহহীন পরিবারের মাঝে ঢেউটিন ও চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
উপমন্ত্রী শামীম বলেন, বিএনপি গণধিকৃত দল। ক্ষমতায় থাকার সময় তারা জনগণের হাজার কোটি টাকা লুটে নিয়ে বিদেশে পাচার করেছে। বিশ্বের মধ্যে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। এ দলটিই বিরোধী দলে থেকে বোমাবাজি করেছে, পেট্রল বোমা মেরে ও বাসে আগুন দিয়ে নিরীহ মানুষ মেরেছে।
নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদ উজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, নড়িয়া থানার ওসি অবনি শংকর কর প্রমুখ।
এ সময় নড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ৫০টি গৃহহীন পরিবারের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২ বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার টাকা করে চেক বিতরণ করেন পানিসম্পদ উপমন্ত্রী শামীম।
এর আগে, ১ জানুয়ারি ও ৩০ ডিসেম্বর শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে ১০ হাজারের বেশি অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।