স্বেচ্ছাসেবক লীগের নেতাকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামী বনানী হতে শুটার রাসেলকে গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
র্যাব-৩ এর অভিযানে রাজধানীর বনানী থানা এলাকা হতে বগুড়ার চাঞ্চল্যকর স্বেচ্ছাসেবক লীগের নেতা নাজমুল হাসান অরেঞ্জকে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলার প্রধান আসামী শুটার রাসেল গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত জঙ্গি, সাইবার ক্রাইম, সন্ত্রাসী, ছিনতাইকারী, মানবপাচারকারী, চাঁদাবাজ, নৈরাজ্যকারী, বিভিন্ন মামলার আসামী, অপহরণকারী, জালনোট ব্যবসায়ী, প্রতারক চক্র, চাঞ্চল্যকর অভিযান, ধর্ষক এবং হত্যাকারী ছাড়াও বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
বগুড়া জেলার সদর থানার মালগ্রাম এলাকায় আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রæতার জেরে স্থানীয় দুটি দলের মধ্যে বেশ কিছুদিন ধরে এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া, অস্ত্রের মহড়াসহ উত্তেজনা বিরাজ করছিলো। এরই জের ধরে গত ০২ জানুয়ারি ২০২২ তারিখে বগুড়া সদর থানাধীন ডাবতলা এলাকায় শুটার রাসেল এর নেতৃত্বে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করে। শুটার রাসেল তার হাতে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে গুলি ছুড়লে নাজমুল হাসান অরেঞ্জ এর বাম চোখের পাশে দুইটি গুলি বিদ্ধ হয়। এই ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জ ছাড়াও মিনহাজ শেখ আপেল এর পেটের বাম পাশে গুলি বিদ্ধ হয় এবং বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক লীগের কর্মী আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তাদের মধ্যে নাজমুল হাসান অরেঞ্জ এর অবস্থা সংকটাপন্ন ছিলো। গত ১০ জানুয়ারি ২০২২ তারিখ ২২৪০ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় দেশব্যাপী ব্যাপক চঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে অন্যান্য আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-৩ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়ার চাঞ্চল্যকর স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জ হত্যা মামলার প্রধান আসামী শুটার রাসেল রাজধানীর বনানী থানা এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে র্যাব-৩ এর একটি বিশেষ অভিযানিক দল ১০/০১/২০২২ তারিখ ২৩৪৫ ঘটিকার সময় রাজধানীর বনানী থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বগুড়ার চাঞ্চল্যকর স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জ হত্যা মামলার প্রধান আসামী ১। মোঃ রাসেল আহমেদ (৩২), পিতা-মোঃ একরাম হোসেন, সাং-মালগ্রাম (ব্যাংকপাড়া), থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামী তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। ধৃত শুটার রাসেল এর বিরুদ্ধে পূর্বে বগুড়া সদর থানায় ০৬ টি মামলা রয়েছে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।