শিরোনাম

South east bank ad

মেডিকেল কলেজ ও হাসপাতালের দাবীতে উত্তাল ঠাকুরগাঁও

 প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ফরিদুল ইসলাম রঞ্জু, (ঠাকুরগাঁও):

মেডিকেল কলেজ ও হাসপাতালের দাবীতে উত্তাল হয়ে উঠেছে ঠাকুরগাঁও। গতকাল (১২ জানুয়ারি) বুধবার দুপুরে এই উপলক্ষে ঠাকুরগাঁওয়ের প্রাণকেন্দ্র চৌরাস্তায় হাজার হাজার মানুষের অংশ গ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও মেডিকেল কলেজ ও হাসপাতালের দাবীতে মানবন্ধনে আহ্বায়ক সাংবাদিক শাহিন ফেরদৌসের আহ্বানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন,জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপনসহ জেলার রাজনৈতিক নেতা-কর্মী,সাংবাদিক ও জেলার বিভিন্ন সরকারী বেসরকারি সংগঠন।

এসময় বক্তারা বলেন,ঠাকুরগাঁও একটি অবহেলিত জনপদ। এই জেলায় ভারী শিল্প বলতে একমাত্র সুগারমিল,তাও বন্ধ হবার উপক্রম। এছাড়া আমরা কি পেয়েছি। জেলার বিমানবন্দর বন্ধ হয়ে আছে ৪০ বছরের উপরে। জেলা পিছিয়ে আছে কৃষি,অর্থনীতি, যোগাযোগ, আইটি সকল বিষয়ে। তাই বক্তারা অবিলম্বে ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ ও হাসপাতালের দাবী জানান। ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: