South east bank ad

পরিমাপে কারচুপি করায় ঝিনাই ফিলিং স্টেশনে অর্থদণ্ড

 প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর):

জামালপুরের সরিষাবাড়ীতে পরিমাপে কারচুপি ও লাইসেন্স না থাকায় ঝিনাই ফিলিং স্টেশন ভ্রাম্যমাণ আদালতে ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল বুধবার (১২ জানুয়ারি) সরিষাবাড়ী পৌরসভার 'মেসার্স ঝিনাই ফিলিং স্টেশনে' মোবাইল কোর্টের মাধ্যমে এ অর্দথণ্ড প্রদান করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত।

এলাকাবাসীর অভিযোগ, ফিলিং স্টেষনটি দীর্ঘদিন ধরেই এভাবে মানুষকে ঠকিয়ে আসছে। এ বিষয়ে তাদেরকে বার বার অভিযোগ করেও কোন প্রকার সুরাহা না পেয়ে বিভিন্ন সময় প্রশাসনের দারস্থ হয়েছে। তার ফলশ্রুতিতে ফিলিং স্টেশনের এমন প্রতারণা হাতেনাতে ধরতে সক্ষম হয়েছে প্রশাসন। এভাবে উপজেলার প্রতিটি ফিলিং স্টেশনে নিয়মিত অভিযান পরিচালনার কথাও বলেন এলাকাবাসী।

এই বিষয়ে রফিকুল ইসলাম নামে স্থানীয় এক মটর সাইকেল মালিক বলেন, সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও আমি বোতলে তেল চাইলে তারা দিতে অস্বীকৃতি জানাতো। এটা নিয়ে কয়েকদিন তাদের সাথে দ্বিমত পোষণ করি, সে দিন থেকে তারা আমার কাছে তেল বিক্রি করা বন্ধ করে দেন। সেদিনই বুঝেছিলাম এই ফিলিং স্টেশনে তেল পরিমাপে কম দেয়া হয়।

প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে মকসেদ নামে স্থানীয় আরেক মটর সাইকেল মালিক বলেন, সরিষাবাড়ীর বাইক চালকদের মধ্যে অনেক দিন ধরেই সংশয় ছিলো এই পাম্পের তেল নিয়ে। তারা তেল পরিমাণেও কম দেয় এবং ভেজালও মিশায়। অকটেন যেমন তেমন,কিন্তু বাইকে পেট্রোল তুলে অনেককেই কয়েক কি.মি. চালিয়ে ফেলে দিতে দেখেছি। এই পাম্পের তেল তুললে গাড়ির সাউন্ডই পরিবর্তন হয়ে যায়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, পরিমাপে কম এবং লাইসেন্স না থাকায় মেসার্স ঝিনাই ফিলিং স্টেশনকে অর্থদণ্ডসহ স্টেশনটি আপাদত বন্ধ করে দেয়া হয়েছে। উপজেলায় এমন অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে বলেও জানান তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: