শপথ নিলেন নকলার ৯ ইউপি চেয়ারম্যান
সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর):
শেরপুরে নকলা উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেছেন। গতকাল (১১ জানুয়ারি) মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।
স্থানীয় সরকার উপ-পরিচালক মো. তোফায়েল আহমদের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে নকলা উপজেলা চেয়ারম্যান শহ মো. বুরহান, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, ইউএনও মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হোসেন, নকলা উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তৃতীয় ধাপে গত ২৮ নভেম্বর নকলা উপজেলার ৯ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।