শিরোনাম

South east bank ad

কাজী ফার্মসের কম্বল ফিরিয়ে দিলেন এমপি

 প্রকাশ: ১২ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়):

সর্ব উত্তরের ও হিমালয়ের কোল ঘেষে শীত প্রবন জেলা পঞ্চগড়। প্রতিবছরই বেসরকারি ভাবে বিভিন্ন সেচ্ছাসেবী ও প্রাইভেট প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিতার্তদের জন্য কম্বল বিতরন করা হয়। এরই ধারাবাহিকতায় কাজী ফার্মস গ্রুপ জেলার বিভিন্ন জনপ্রতিনিধির মাধ্যমে এবারও কয়েক হাজার কম্বল বিতরন করছেন। গত ডিসেম্বরের শেষ সপ্তাহে পঞ্চগড়-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মজাহারুল হক প্রধানের নিকট সাত’শ কম্বল শিতার্তদের হাতে তুলে দেওয়ার জন্য প্রদান করেন কাজী ফার্মস গ্রুপ।

গতকাল মঙ্গলাবার ১১ জানুয়ারী সকালে সাংসদ তার বাসা থেকে ট্রাকে করে কম্বল বিতরনের জন্য বের হন। বেলা ১১ টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় শীতার্তদের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুতি নেন। ট্রাক থেকে কম্বলগুলো নামানোর সময় দেখা যায় কম্বলগুলো পাতলা ও নিম্ন মানের হওয়ায় হতবাক হন সাংসদ। এ সময় সাংসদ জেলার গণমাধ্যমকর্মীদের ডেকে নিয়ে জনসম্মুখে কম্বলগুলো কাজী ফার্মসের নিকট ফিরিয়ে দেওয়ার ঘোষনা দেন। পরে বেলা দেড়টার দিকে কাজী ফার্মসের রিজিওনাল কার্যালয়ের প্রতিনিধি স্টোর নির্বাহী জিয়াউর রহমানের মাধ্যমে কম্বলগুলো ফিরিয়ে দেওয়া হয়।

সাংসদ মজাহারুল হক প্রধান জানান গণমাধ্যম কর্মীদের জানান কাজী ফার্মস গ্রুপের অনুদানের কম্বল যদি নিম্ন মানের হয় তাহলে তাদের উৎপাদিত পন্যের মান আমার মনে হয় আরও নিম্ন মানের হবে। দীর্ঘ কুড়ি বছর থেকে পঞ্চগড়ে বিশাল আয়তনের কৃষি জমি ক্রয় করে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। কিন্ত জেলার শীতার্তদের জন্য এই ধরনের নিম্ন মানের কম্বল আমার মাধ্যমে বিতরন করে বিভিন্নভাবে প্রচার করবে বিষয়টি দূ:খজনক। শত শত কোটি টাকার এই ব্যবসা প্রতিষ্ঠানটি আসলে জনগনের সাথে প্রতারনা করছেন বলে ক্ষোভ প্রকাশ করেন সাংসদ।

এ বিষয়ে কাজী ফার্মস গ্রুপের পঞ্চগড় রিজিওনের (ব্যবস্থাপক প্রশাসন) আকরামুজ্জামান শেখ জানান কারও সুপারিশ ছাড়াও সরাসরি শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়া হয় প্রতিবছর। এই শীত মৌসুমে প্রায় কুড়ি হাজার কম্বল পঞ্চগড় জেলায় বিতরন করা হয়েছে । কম্বল ফেরত দেওয়ার বিষয়টি স্বীকার করে তিনি জানান আসলে যে মানের কম্বল জেলা প্রশাসক কে বিতরনের জন্য দেওয়া হয়েছে সেই মানের কম্বল সাংসদকে বিতরনের জন্য দেওয়া হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: