বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চিত্র প্রদর্শনী
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ফরিদপুরে সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা স্কুলের উদ্যোগে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেনের সভাপতিত্বে বিদ্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন। এছাড়া বঙ্গবন্ধুর ওপর চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র ও ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনির, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, সমাজসেবী আনোয়ারা নুরুন্নবী, ফরিদপুর পৌরসভার ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান শামীম, ফরিদপুর পৌরসভা সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর নাহার জুবায়ের কনা ও মাসুমা আক্তার।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা দোলা সাহা ও প্রবাল কুমার মালো।