বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর):
শেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্জাদায় পালিত হয়েছে। গতকাল (১০ জানুয়ারি) সোমবার সকালে শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের আয়োজনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরকার দলীয় হুইপ ও শেরপুর জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিজ্ঞপিপি এডভোকেট চন্দন কুমার পাল।
শেরপুর জেলা আ.লীগের উপ-প্রচার সম্পাদক বেলাল হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শহর আ.লীগ সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি শোয়েব হাসান শাকিল, হুইপ কণ্যা ডা. শারমিন রহমান অমি, সাদিয়া রহমান অপি প্রমুখ।
এসময় শেরপুর জেলা আ.লীগ, মহিলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।